The news is by your side.

সারাদেশে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ বিএনপির

0 156

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে দেশজুড়ে লিফলেট বিতরণ করছে বিএনপি। বৃহস্পতিবার সকালে রাজধানীসহ বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করতে দেখা গেছে নেতা-কর্মীদের।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ করতে দেখা যায়। এ সময় দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান রুহুল কবির রিজভী। একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী গতকাল সিলেটে যে ভাষায় কথা বলেছেন, তা সন্ত্রাসীদের ভাষা। আপনার এত সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা।

Leave A Reply

Your email address will not be published.