The news is by your side.

সন্দেহভাজন ব্যক্তিদের নিয়ে ‘অ্যালার্ট লিস্ট’ তৈরির প্রস্তাব যুক্তরাষ্ট্রের

0 119

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক। নাগরিক অধিকার সম্পর্কিত বিভিন্ন ইস্যু যেমন- নির্বাচন, আইনের শাসন, শ্রম অধিকারসহ অন্যান্য বিষয় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মতপার্থক্য থাকলেও বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা, উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ‘কান্ট্রি টেরোরিজম রিপোর্টে’ উল্লেখ করা হয়—সন্দেহভাজন ব্যক্তিদের নিয়ে ‘অ্যালার্ট লিস্ট’ তৈরির জন্য মার্কিন প্রকল্পের একটি প্রস্তাব বাংলাদেশ সরকার বিবেচনা করছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ড্রোন কেনার বিষয়টিও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে এয়াররিকগনিশন ওয়েবসাইট।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের সাবেক একজন কূটনীতিক বলেন, ‘নিরাপত্তা বিষয়ে অনেক দেশের সঙ্গেই বাংলাদেশের সহযোগিতা রয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে। ১০-১২ বছর আগে যুক্তরাষ্ট্র থেকে নৌবাহিনীর জন্য দুটি জাহাজ এবং বিমানবাহিনীর জন্য লকহিড মার্টিন সি-১৩০ হারকিউলিস বিমান সংগ্রহ করা হয়েছিল।’

তিনি বলেন, ‘জাতীয় স্বার্থগত ভিন্নতার কারণে দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকবে। কিন্তু সহযোগিতা, বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকবে এটিই স্বাভাবিক।’

যুক্তরাষ্ট্রের কান্ট্রি টেরোরিজম রিপোর্টে উল্লেখ করা হয়, ‘যুক্তরাষ্ট্রের অ্যালার্ট লিস্ট প্রস্তাব বাংলাদেশ সরকারের বিবেচনাধীন আছে। অ্যান্টি টেরোরিজম ইউনিট, সিটিটিসিইউ ও মেট্রোপলিটান পুলিশের সঙ্গে সমন্বয় করে বিষয়টি দেখভাল করবে স্পেশাল ব্রাঞ্চ।’

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এ ধরনের সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে দিয়েছে। এটি যাচাই-বাছাই করে আমরা সিদ্ধান্ত নেবো।’

 

Leave A Reply

Your email address will not be published.