ইসলাম ধর্ম এবং ইউরোপের দেশগুলির সংস্কৃতির মধ্যে ‘সামঞ্জস্যের সমস্যা’ রয়েছে। পুরনো একটি ভিডিয়োয় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এমন বক্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
মেলোনি বলেছেন, ‘‘শরিয়ত আইনে ধর্মত্যাগী ও সমকামীদের জন্য শুধুই মৃত্যুদণ্ড রয়েছে। এই ভাবনার সঙ্গে একমত নয় ইউরোপের দেশগুলি।’’ তাঁর দাবি, ইটালির ইসলাম ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্রগুলিতে শরিয়তি আইন কার্যকর; সেই কেন্দ্রগুলিতে যে সংস্কৃতি চলে, তা ইউরোপের সংস্কৃতির থেকে আলাদা।
শনিবার মেলোনির দক্ষিণপন্থী ও অতিরক্ষণশীল দল ‘ব্রাদার্স অব ইটালি’ আয়োজিত একটি অনুষ্ঠানে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক টিউনিসিয়ায় আটকে থাকা শরণার্থীদের সমস্যায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্রিটেন ও ইটালি যৌথ ভাবে শরণার্থীদের ফেরাতে আর্থিক সাহায্য করবে। এই অনুষ্ঠানের শেষেই ভাইরাল হয়েছে মেলোনির এই পুরনো ভিডিয়োটি।