The news is by your side.

প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প

0 81

ইউএস ক্যাপিটল দাঙ্গায় বিদ্রোহের খেসারত দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আগামী বছর কলোরাডো রাজ্যে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনি উপযুক্ত প্রার্থী নন বলে মঙ্গলবার রায় দিয়েছেন কলোরাডো সুপ্রিম কোর্ট। যদিও কলোরাডোর বাইরের রাজ্যগুলোতে এ রায় প্রযোজ্য নয় বলে জানিয়েছেন আদালত। খবর-বিবিসি

‌যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর ধারা ৩ অনুযায়ী কলোরাডোর সুপ্রিম কোর্ট এ রায় দেন। ৭ জন বিচারকের একটি বেঞ্চ ৪-৩ ভোটে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দিয়েছেন। আগামী মাস পর্যন্ত এ রায়ের আপিল মুলতুবি রাখা হয়েছে। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন ট্রাম্প।

মার্কিন সংবিধানের ‘বিদ্রোহ’ সংক্রান্ত ধারায় বলা আছে, ‌‘যারা বিদ্রোহ করবেন, তারা মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না।’ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা-৩ প্রয়োগ করে কাউকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী বলে ঘোষণা করা হলো।

রায়ে বলা হয়েছে, ক্যাপিটল হিলে হামলায় প্ররোচনা দেওয়ায় ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা প্রমাণিত। সেজন্য প্রেসিডেন্ট নির্বাচনে তিনি উপযুক্ত প্রার্থী নন।

যদিও এই রায় শুধুমাত্র রাজ্যের প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য। এ রায় এমন সময় দেওয়া হলো যখন রাজ্যের প্রেসিডেন্ট প্রার্থীর প্রাথমিক ব্যালট ছাপানো হবে। এ রায় দেশটির সাধারণ নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।

ট্রাম্পের প্রচার বিভাগের মুখপাত্র স্টিভেন চেউং এক বিবৃতিতে এ রায়কে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলেছেন।

যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পর ১৪তম সংশোধনী অনুমোদন করা হয়েছিল।

 

Leave A Reply

Your email address will not be published.