The news is by your side.

আমরা লড়ে যাবো,খেলে যাবো : মুজিবুল হক চুন্নু

নির্বাচ‌নে থাক‌ছে জাপা, প্রার্থী দেবে ২৮৩ আস‌নে

0 182

 

আসন বণ্টন নি‌য়ে আওয়ামী লী‌গের স‌ঙ্গে মন কষাকষি হ‌লেও জাতীয় পা‌র্টি (জাপা) আসন্ন সংসদ নির্বাচ‌নে থাক‌ছে। লাঙ‌লের প্রার্থী থাক‌বে ২৮৩ আস‌নে। জাপা মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু আজ রোববার বি‌কে‌ল সা‌ড়ে তিনটার দি‌কে দ‌লের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

মু‌জিবুল হক চুন্নু ব‌লে‌ছেন, আমরা লড়ে যাবো,খেলে যাবো। সরকা‌র ও নির্বাচন ক‌মিশনের কা‌ছে দা‌বি ছিল ভা‌লো নির্বাচন করার। তা‌দের আচরণে মোটামু‌টি আস্থা এসেছে। তাই নির্বাচ‌নে থাক‌বে জাপা।

তিনি ব‌লে‌ন, ২৮৩ আস‌নে লাঙ‌লের প্রার্থী থাক‌বে। জোরদারভা‌বে নির্বাচন কর‌বে জাপা। এসব আস‌নে আওয়ামী লী‌গের না‌কি স্বতন্ত্র প্রার্থী র‌য়ে‌ছে, তা দেখার সময় নাই।

জাপা‌কে ২৬ আসন ছে‌ড়ে‌ছে আওয়ামী লীগ। এসব আস‌নে নৌকার প্রার্থী থাক‌ছে না। ত‌বে ক‌য়েক‌টি‌তে থাক‌ছে আওয়ামী লী‌গের ম‌নোনয়নব‌ঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা।

আওয়ামী লী‌গের স‌ঙ্গে কত আস‌নে সম‌ঝোতা হ‌য়ে‌ছে, মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু তা জানান‌নি। জাপা জ্যেষ্ঠ নেতা‌দের আওয়ামী লীগ কিছু আস‌নে ছাড় দি‌চ্ছে জা‌নি‌য়ে তিনি ব‌লে‌ছেন, রোববা‌র রা‌তের ম‌ধ্যে আসন সংখ্যা জানানো হ‌বে। কিছু কিছু জায়গায় কৌশল থাক‌তে পা‌রে। তা জানা‌নোর প্রয়োজন নেই।

 

 

Leave A Reply

Your email address will not be published.