The news is by your side.

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকাণ্ডে শতাধিক কর্মকর্তার নিন্দা

0 216

গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকাণ্ড নিয়ে বিভাগের মন্ত্রী আলেহান্দ্রো মায়রকাসকে খোলাচিঠি পাঠিয়ে নিন্দা জানিয়েছেন শতাধিক কর্মকর্তা।

২২ নভেম্বর চিঠি দেওয়া হয়। বিভাগের কর্মকর্তারা বলেন, গাজায় ভয়াবহ মানবিক সংকট এবং পশ্চিম তীরের এমন অবস্থায় সাধারণত বিভাগের নানাভাবে উদ্যোগ নেওয়ার কথা। কিন্তু ডিএইচএসের নেতৃত্ব মনে হচ্ছে, গাজায় শরণার্থীশিবির, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলায় একচোখা নীতি নিয়েছে। খবর আল-জাজিরার।

গাজায় প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বার্তায় স্বীকৃতি, সমর্থন ও সহমর্মিতার বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান না থাকায় খোলাচিঠিতে হতাশা প্রকাশ করা হয়।

চিঠিতে ডিএইচএস এবং বিভাগেরে অধীন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি), ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ), ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ও ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) ১৩৯ কর্মকর্তা স্বাক্ষর করেছেন।

এই চিঠির বিষয়ে আল-জাজিরা জানতে চাইলে ডিএইচএসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

 

Leave A Reply

Your email address will not be published.