গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া (চিলাই ব্রিজ) এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে।
২৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী। তিনি বলেন, ‘আজ সকাল ছয়টা ৩৮ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের দিকে যাত্রা শুরু করে। এরই মধ্যে বলাকা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করেছে।’
প্রসঙ্গত, গতকাল বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুরের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে ছেড়ে আসে। পরে ময়মনসিংহ থেকে রাত দুইটায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। শ্রীপুরের বনখড়িয়া চিলাই নদীর ব্রিজের কাছে আসামাত্রই ভোর সাড়ে চারটায় ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।