কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানের রিটার্নিং অফিস বাতিলের পর নির্বাচন কমিশনে আপিল শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসিতে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়।
আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেছেন।
এর হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয় ।
সকাল থেকে ৩৫ টি আপিল শুনানি হয়েছে। তার মধ্যে মঞ্জুর হয়েছে ১৭টি। নামঞ্জুর হয়েছে ১৩টি স্থগিত রাখা হয়েছে ৫টি।