The news is by your side.

সৌদির চলচ্চিত্র উৎসবে শেষ চমকে থাকবেন আলিয়া ভাট

0 191

বিনোদনকেন্দ্রিক প্রকল্পে সম্প্রতি গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। যেটার অন্যতম নজির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।

৩০ নভেম্বর থেকে সৌদির আরবের জেদ্দায় চলছে উৎসবটির তৃতীয় আসর।

এবারের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা, নির্মাতা, তারকা ও কুশলীরা অংশ নিচ্ছেন। আগামী ৯ ডিসেম্বর উৎসবটির পর্দা নামছে। সমাপনী আয়োজনেই বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন চলতি বছরের সবচেয়ে আলোচিত বলিউড তারকা আলিয়া ভাট।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন হলিউড তারকা হেলে বেরি, হেনরি গোল্ডিং, জেসিকা ভেরাতি, জেসন স্ট্যাথাম, অ্যান্ড্রু গারফিল্ডসহ অনেকে।

‘গাঙ্গুবাই’খ্যাত আলিয়া ভাটের উপস্থিতির খবর নিশ্চিত করেছেন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্ট্রেলার এন্টারটেইনমেন্টের কর্ণধার গিনা গোলানি শেঠি।

হিন্দি সিনেমার পর্দায় আলিয়াকে সর্বশেষ দেখা গেছে করন জোহর পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে। যেখানে তার নায়ক রণবীর সিং। গত জুলাই মাসে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল। এ ছাড়া চলতি বছরই হলিউডে অভিষেক হয়েছে আলিয়া ভাটের। টম হারপার নির্মিত ‘হার্ট অব স্টোন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। যেখানে তার সহশিল্পী গ্যাল গ্যাদত, জেমি ডরনান প্রমুখ। গত ১১ আগস্ট এটি মুক্তি পায়।

Leave A Reply

Your email address will not be published.