The news is by your side.

ব্যারিস্টার সুমনকে শোকজ করেছে আদালত

0 156

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে শোকজ করেছেন আদালত। সম্প্রতি এক চিঠিতে তাকে ঘটনার ব্যাখ্যা দিতে নির্দেশ দেন হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল। শোকজের প্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার সুমন ব্যাখা দেবেন বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন। এতে ওই এলাকার প্রধান তিনটি সড়ক বন্ধ হয়ে যায়। এমনকি সমাবেশের বিষয়ে পুলিশকে অবহিতও করেননি ব্যারিস্টার সুমন।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (খ, গ, ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে তাকে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে ব্যারিস্টার সুমন গণমাধ্যমকে বলেন, আমি দেশের যে কোনো জায়গায় গেলে মানুষ ভালোবেসে ছুটে আসে। সেদিনও তার বিকল্প হয়নি। কিন্তু বুঝতে পারিনি সেখানে এত মানুষ জড়ো হবে। আমি ৭ ডিসেম্বর লিখিত ব্যাখ্যা দেব।

Leave A Reply

Your email address will not be published.