বাংলাদেশে আগামী নির্বাচনের ফলাফল কী হবে, সে বিষয়ে আগে থেকে কোনো অনুমান করতে চায় না যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার রাতে ওয়াশিংটনে সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।
বাংলাদেশি একজন সাংবাদিক বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচন বর্জন, রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার, কারাবন্দি অবস্থায় মৃত্যু এবং ‘কিংস পার্টির’ নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরেন। এরপর তিনি জানতে চান, এমন পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না।
জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘নির্বাচনের ফলাফল আমরা অনুমান করতে চাই না।’
ম্যাথু মিলার বলেন, ‘এর আগেও আমরা অনেকবার বলেছি, বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখব।’
তিনি আরও বলেন, ‘আমরা বারবার একটা কথাই বলে আসছি, এখনও বলছি, আমরা কোনো দলের পক্ষে নই। আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যা দেশটির জনগণেরও চাওয়া।’