The news is by your side.

কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছেন সালমান

0 185

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে ডিসেম্বর মাসে। ৫ থেকে ১২ তারিখ চলবে উৎসব। এই উৎসবে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন-শাহরুখ খান নয় অতিথি হয়ে আসছেন সালমান খান।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজন করা হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলো করে থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানসহ বিশিষ্টজনেরা। তবে এ বছর চলচ্চিত্র উৎসবে থাকতে পারছেন না অমিতাভ-শাহরুখেরা।

প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সম্প্রতি মুম্বাই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা করেন বিগ বি এবং তার পরিবারের সঙ্গে। ‘জলসা’ র দরজায় দেখা যায় মমতার সঙ্গে পুরো বচ্চন পরিবারের ছবি। সেই সময় জানা গিয়েছিল, অমিতাভের সঙ্গে দেখা করে তাকে আসন্ন চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন অমিতাভ।

তবে এবার শারীরিক অসুস্থতার কারণে নাকি আসতে পারছেন না তিনি। শাহরুখ খান ব্যস্ত তার মেয়ে সুহানা খানের বলিউড অভিষেক নিয়ে। সে কারণে দেখা যাবে না ‘কিং খান’ কেও।

এবার সেই শূন্যস্থান পূরণ করতে আসছেন বলিউডের ভাইজান। সদ্য মুক্তি পেয়েছে সালমানের ‘টাইগার ৩’।

 

Leave A Reply

Your email address will not be published.