The news is by your side.

কার সঙ্গে প্রেম করছেন শুভমান গিল?

0 143

ভারতীয় তারকা ব্যাটার শুভমান গিল এবং শচীনকন্যা সারা টেন্ডুলকারের প্রেমের গুঞ্জন ছাপিয়ে যাচ্ছে বিশ্বকাপের উত্তেজনাকে। শুভমানের প্রেমজীবন নিয়ে প্রথম আলোচনা শুরু হয় কয়েক বছর আগে। সেই সময় খানিক ধোঁয়াশা ছিল দুই সারাকে নিয়ে। একজন সারা টেন্ডুলকার, অন্যজন হলেন সারা আলি খান।

সম্প্রতি সাইফকন্যা স্পষ্ট স্বীকার করেন যে, সবাই যে সারার সঙ্গে শুভমানকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছেন, তিনি সেই সারা নন। কিন্তু মাঝেমধ্যেই যেন হেয়ালির মাধ্যমে ধরা দিয়েছেন একে অপরের কাছে।

এক্স হ্যান্ডলে সারার নামে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকে মাঝেমধ্যেই শুভমানকে নিয়ে পোস্ট করা হয়। কখনো আবার গ্যালারিতে বসে শুভমানের খেলা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সারা, হাততালি দিয়ে উৎসাহিত করেছেন ক্রিকেট তারকাকে।

অন্যদিকে শুভমান অনেকটাই সাবধানী। সম্প্রতি তাদের বিয়ের পরিকল্পনার কথা ফাঁস করেন দুবাইয়ের এক খেলোয়াড়। তবে বেশ কয়েক মাস আগে একটি পডকাস্ট শোয়ে শুভমানকে জিজ্ঞেস করা হয়, তিনি কি সারার সঙ্গে সম্পর্কে রয়েছেন? জবাবে লাজুক হেসে ক্রিকেট তারকা বলেন, ‘হয়তো’। সেই অনুষ্ঠানের পুরনো ভিডিও হঠাৎ নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রোববার বিশ্বকাপের ফাইনালের একদিন আগেই আহমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন সারা। এর আগে ভারতের একাধিক ম্যাচে মাঠে দেখা গেছে তাকে। রোববারও শুভমানের জন্য শচীনকন্যাকে গলা ফাটাতে গ্যালারিতে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.