The news is by your side.

শনিবার বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে ইসির সার্ভার

0 101

জাতীয় পরিচয়পত্রসহ নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার-সংক্রান্ত সব সেবা আজ শনিবার বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

বিকাল ৪টার পর থেকে সার্ভার পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। এ সময়ে অনেক নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার জন্য আবেদনও করতে পারেননি।

ইসি জানিয়েছে, নির্বাচন কমিশনের আইসিটি অনুবিভাগের আওতায় দশম তলায় অবস্থিত সার্ভার কক্ষ রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে। এ অবস্থায় অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালে সার্ভার, র্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার কারণে সার্ভার ও নেটওয়ার্ক-সংক্রান্ত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

ইসির সার্ভারের মাধ্যমে এনআইডি সেবা, নতুন ভোটার, ভোটার এলাকা স্থানান্তর সেবা দেওয়া হয়। এ ছাড়া জন্মনিবন্ধন, মোবাইল কোম্পানি, ব্যাংকসহ সরকারি ও বেসরকারি ১৭৫টি প্রতিষ্ঠান ইসির সার্ভার থেকে সেবা নিয়ে থাকে।

Leave A Reply

Your email address will not be published.