The news is by your side.

রাজধানীকে অবৈধ দখল ও দুষনমুক্ত করার অঙ্গীকার মেয়র আতিকের

0 65

তরুনদেরকে সঙ্গে নিয়ে রাজধানীকে অবৈধ দখল ও দুষনমুক্ত করার কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে আজ দ্যা আর্থ ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ২ দিনব্যাপী গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদুত মাহি মাসদুপুই, সংসদ সদস্য ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য  শামিম হায়দার পাটোয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি কোঅর্ডিনেটর মো. আখতার হোসেন।

দুইদিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছে সারা দেশের ৩০০ তরুন- তরুনী।

অনুষ্ঠানে বক্তারা দ্বায়িত্বশীল নাগরিক ক্যাম্পেইন এর মাধ্যমে স্মার্ট  ও দ্বায়িত্বশিল নাগরিক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন যারা শুধু স্মার্ট বাংলাদেশেরই নেতৃত্ব দেবে না, টেকসই ও সমতাভিত্তিক আগামীর বিশ্বে গড়ে তুলতেও নেতৃত্ব দেবে।

অংশগ্রহণকারিদের মতামত, পরামর্শ ও আলোচনা থেকে উঠে আসা বিষয়ের উপর ভিত্তি করে আগামীকাল ঘোষনা করা হবে ঢাকা ডিক্লেয়ারেশন যা পরবর্তীতে উপস্থাপন করা হবে দুবাইয়ের ইয়ুথ সম্মেলন ও কপ ২৮সহ নানা সম্মেলনে।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.