The news is by your side.

কোহলির ৫০তম সেঞ্চুরি, শচীনকে ছাড়িয়ে ইতিহাস

0 107

 

নিজের ৩৫তম জন্মদিনে সেঞ্চুরি করে মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে স্বদেশী কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলেছিলেন কোহলি। এবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে শচীনকে ছাড়িয়ে গেলেন এই ব্যাটিং জিনিয়াস।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ভারত। সাবলীল ব্যাটিংয়ে ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। এটি ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি তার। শচীনের ৪৯ সেঞ্চুরিকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন কোহলি।

৮ চার ও ১ ছক্কার সাহায্যে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরির দেখা পান কোহলি। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এর আগে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানে টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন কোহলি।

২০১২ সালের মার্চে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৫১তম ইনিংসে ৪৯তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শচীন টেন্ডুলকার। গত এক দশক ধরে ৫০ ওভারের সংস্করণে নিজের দখলে রেখেছিলেন সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। গত ৫ নভেম্বর চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ রানের অপরাজিত ইনিংসে সে রেকর্ডে ভাগ বসান কোহলি।

তার ১০ দিন পর শচীনকে ছাড়িয়ে রেকর্ডটি এককভাবে নিজের দখলে নেন তিনি। তাও কিনা স্বদেশী কিংবদন্তির তুলনায় ১৭৮ ইনিংস কম খেলে।

Leave A Reply

Your email address will not be published.