The news is by your side.

তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের স্বাগত মিছিল

0 225

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এটিকে স্বাগত জানিয়ে সারা দেশে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দলীয় বৈঠকের পর এ কথা জানিয়েছে তারা। বৈঠক থেকে কর্মসূচিসংক্রান্ত নানা সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আরো বেশি সতর্ক অবস্থায় ও সতর্ক পাহারায় থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে তফসিল ঘোষণা হলে তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে এবং সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়নেও মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকে কেমন কর্মসূচি নেওয়া হবে, সেই পরিকল্পনা গোছানো হচ্ছে। আজ বুধবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বৈঠক সূত্রে জানা যায়, তফসিল-পরবর্তী বিএনপি-জামায়াতের সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে আওয়ামী লীগ।

সেই সঙ্গে সারা দেশে স্থানীয় পর্যায়ের সাংগঠনিক নেতাদের নৌকার পক্ষে প্রচার শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে নৌকার প্রচারের স্বাগত মিছিল, অন্যদিকে বিএনপি-জামায়াত যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার বার্তা দেওয়া হয়েছে।

নানা আলোচনার মধ্যে নির্বাচনী প্রস্তুতিতে জোর দিচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.