গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘সরকার গামেন্টস শ্রমিকদের নেতা ও মালিকদের সঙ্গে কয়েকদিন আগে বৈঠক করে শ্রমিকদের বর্তমান বেতনের চেয়ে ৫৮ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। আমি জানি না, এই বেতন যথেষ্ট কিনা। আমি এ বিষয়ে কোনো মন্তব্যও করতে চাই না। তবে গামেন্টস শ্রমিকরা পরিশ্রম করেন, তারা অবশ্যই ন্যায্য মজুরি পাবে এটাই স্বাভাবিক।’
শনিবার সকালে পাগলা আলীয়া মাদ্রাসা-শত্রুমর্দন ৯৩০ মিটার সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের এই আন্দোলনকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে সেদিকে সতর্ক থাকতে হবে। কারণ তারা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে। তারা মালিকের সঙ্গে কথা বলবে, সরকারের সঙ্গে কথা বলবে কিন্তু মাঝখান থেকে যদি কোনো রাজনৈতিক দলের লোক ঢুকে অথবা একে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করে এটা কাম্য নয়।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি যাই হোক নির্বাচন সুষ্ঠু হবে। আর সেই নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকেই ভোট দেবে। কারণ গ্রামের মানুষ চায় উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উন্নয়ন করে যাচ্ছেন।’