কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ২৭ টি ওয়ার্ডের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নতুন কমিটিগুলো অনুমোদন দেয়া হয়।
গতকাল (সোমবার) রাতে গণমাধ্যমে পাঠানো দলের উপ-দপ্তর সম্পাদক নাঈমুল হক হিমেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাতসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গত ১ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত মহানগর আওয়ামী লীগের ২৭ টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয় । ২৭ টি ওয়ার্ডে ৬৯ সদস্য বিশিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হচ্ছেন, ১নং ওয়ার্ড জয়নাল আবেদীন জনি সভাপতি ও মোস্তাক আহম্মেদ মোহন সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড নজরুল হক মঞ্জু সভাপতি ও আবদুল হামিদ সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড মোঃ ফয়েজ আহমেদ সভাপতি ও হাজী মুরাদ মিয়া সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড মিজানুর রহমান তালুকদার সভাপতি ও কাউন্সিলর নাসির উদ্দিন নাজিম সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড সৈয়দ হাছির আহমেদ নাঈম সভাপতি ও সাবেক কাউন্সিলর এ কে সামাদ সাগর সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম সভাপতি ও কাজী হাসান ইমাম সাগর সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শাহালম খান সভাপতি ও এম এ হাসান খান সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড এ এস এম মিজানুর রহমান ইরান সভাপতি ও অতিরিক্ত পিপি এডভোকেট রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড আব্দুল জলিল সভাপতি ও শফিউল আজম স্বপন সাধারণ সম্পাদক, ১০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিন আহম্মেদ সভাপতি ও কাউন্সিলর মঞ্জুর কাদের মনি সাধারণ সম্পাদক, ১১নং ওয়ার্ড আব্দুল কুদ্দুস সভাপতি ও আব্দুল কাইয়ুম ফারুক সাধারণ সম্পাদক, ১২নং ওয়ার্ড রেজাউল করিম ভুলু সভাপতি ও কাজী আবুল হোসেন সাধারণ সম্পাদক, ১৩নং ওয়ার্ড গিয়াস উদ্দিন কাউছার সভাপতি ও সাবেক কাউন্সিলর কাইয়ুম খান বাবুল সাধারণ সম্পাদক, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ হাসেম সভাপতি ও আজিজুল হক আজাদ সাধারণ সম্পাদক, ১৫নং ওয়ার্ড মীর মোঃ আজমীর হোসেন সভাপতি ও মো: হুমায়ুন কবির সাধারণ সম্পাদক, ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার হোসেন সভাপতি ও সোহরাব হোসেন খান বাবর সাধারণ সম্পাদক, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ মাহমুদ সভাপতি ও মোঃ হানিফ মিয়া সাধারণ সম্পাদক, ১৮নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী আফসান মিয়া সভাপতি ও কাউন্সিলর এডভোকেট শওকত আকবর সাধারণ সম্পাদক, ১৯নং ওয়ার্ড শাহিন আহম্মেদ সভাপতি ও অধ্যাপক মো: মহসীনুল হাসান সাধারণ সম্পাদক, ২০নং ওয়ার্ড আলহাজ্ব মো: আব্দুল অহিদ সভাপতি ও কাউন্সিলর আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক, ২১নং ওয়ার্ড মোঃ কবির হোসেন ভূইয়া সভাপতি ও মো: গোলাম মোস্তফা মজুমদার সাধারণ সম্পাদক, ২২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুল মালেক সভাপতি ও গাজী সাদেকুর রহমান সাধারণ সম্পাদক, ২৩নং ওয়ার্ড সারোয়ার জাহান বাদল সভাপতি ও জামাল হোসেন সাধারণ সম্পাদক,২৪নং ওয়ার্ড আব্দুল মতিন খান সভাপতি ও মোস্তফা কামাল সাধারণ সম্পাদক, ২৫নং ওয়ার্ড মো: আব্দুল হান্নান সভাপতি ও হারুনুর রশিদ বাবুল সাধারণ সম্পাদক, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সত্তার সভাপতি ও মোঃ জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হাসনাত সভাপতি ও আবুল হোসেন মজুমদার দুলাল সাধারণ সম্পাদক।