The news is by your side.

রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

0 215

সোমবার দুপুর পৌনে ৩টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি নন্দনহাট মোড়ে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী থেকে মুরগীর খাবার/ফিডবোঝাই ট্রাক জেলার বাগমারার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি মোহনপুরের নন্দনহাট এলাকায় পৌঁছালে ৫টি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুরের পর ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল আরও জানান, ট্রাকে তিনজন ছিলেন। তারা আগুন দেখে সবাই দৌড়ে পাশের বিলে পালিয়ে যান। পরে স্থানীরা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটানয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.