লন্ডনের ‘রেইনড্যান্স’ চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয়েছে নুহাশ হুমায়ূনের আন্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’। ২৫ অক্টোবর লন্ডনে শুরু হয়েছিল উৎসবের ৩১তম আসর।
সংবাদ মাধ্যম অনুযায়ী, সেরার পুরস্কার পেয়ে নুহাশ উচ্ছ্বসিত প্রকাশ করে বলেন, ‘রেইনড্যান্স উৎসবের সেরা পুরস্কারে বাংলা নাম শুনতে পারা দারুণ ব্যাপার ছিল। রেইনড্যান্স প্রোগ্রাম ও বিচারকদের ধন্যবাদ।’ নুহাশের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন নির্মাতা ফারুকী।
এই সিরিজে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু প্রমুখ।
এবারের উৎসবে পারফরম্যান্সের জন্য সেরা ব্রিটিশ অভিনেতা হয়েছেন মাইকেল পিট, অভিষেক সিনেমা ‘দ্য ল্যান্ড উইদিন’-এর জন্য সেরা নির্মাতা হয়েছেন ফিসনিক ম্যাক্সভিল। এ ছাড়া আপন এন্ট্রির জন্য ডিসকভারি অ্যাওয়ার্ড পেয়েছেন দুই কাতালনিয়ান পরিচালক আলেহান্দ্রো রোহাস ও সেবাস্তিয়ান ভাসকুইজ। চেলসা গ্রিন, রব গ্রবম্যান ও ইডিভান গুজাজারার ‘উই আর গার্ডিয়ানস’ হয়েছে সেরা তথ্যচিত্র। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন ডেভিন ওয়াইটে।
গত বছর ওটিটিতে মুক্তি পায় চার পর্বের অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’। এই বিল্ডিংয়ে ‘মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলো মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়।