The news is by your side.

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে সিইসি

0 90

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গে নির্বাচন কমিশনাররাও রয়েছেন।

বুধবার দুপুরে এ বৈঠক শুরু হয়। বুধবার প্রধান বিচারপতির খাস কামরায় ঢোকেন তারা। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের গেট থেকে তাদের এগিয়ে নেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী।

গত ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, বুধবার প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি জানান, প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর বিভিন্ন দফতর, সংস্থার প্রধান ও কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। ভবিষ্যতেও করবেন মর্মে শিডিউল রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।

Leave A Reply

Your email address will not be published.