আগামী রবিবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরব ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় নারী সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। আগামী ৬ থেকে ৮ নভেম্বর জেদ্দায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী রবিবার আমাদের একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদি আরবে যাবেন। এই সুযোগে তিনি ওমরাহ করবেন।‘ মন্ত্রী আরও জানান, ৭ নভেম্বর প্রধানমন্ত্রী ঢাকা ফিরে আসবেন।
নারীর ক্ষমতায়নের জন্য শেখ হাসিনা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘ওআইসি’র মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হবে।’
গাজার চলমান বিষয়ও আলোচনায় আসতে পারে জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। মানুষ ও মানবিকতা যেভাবে দলিত হচ্ছে, সেটির বিরুদ্ধে আমরা সোচ্চার। যত ধরনের আন্তর্জাতিক নিয়ম-কানুন আছে, তার সবগুলো গাজায় লঙ্ঘিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে সবচেয়ে জঘন্যতম গণহত্যা হচ্ছে।’