The news is by your side.

পরীর জন্মদিনে এবার নেই কোনো আয়োজন

0 142

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণির আজ জন্মদিন। প্রতি বছরই নিজের জন্মদিন ধুমধাম করে সবাইকে নিয়ে পালন করতেই পছন্দ করেন পরী। তবে এবার সে আয়োজন নেই। বর্তমানে পরীমণির নানা বেশ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আর নানাকে নিয়েই প্রতি বছর নিজের জন্মদিন উদযাপন করেন তিনি। যে কারণে এ বছর আর হচ্ছে না পরীর জন্মদিন পালন করা।

এ সম্পর্কে পরীমণি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার নানু আমার জন্য কি সেটা সবাই জানেন। তিনি কদিন ধরেই অসুস্থ। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার জন্মদিনটি পালন করতে পারছি না।’

দীর্ঘ বিরতির পর পরীমণি শুটিংয়ে ফিরেছেন ‘ডোডোর গল্প’  সিনেমা দিয়ে। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন রেজা ঘটক। সিনেমাটির শুটিংয়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে যান পরীমণি। এরপর ২১ অক্টোবর সুস্থ হয়ে শুটিংয়ে যোগ দেন তিনি। ‘ডোডোর গল্প’ সিনেমায় পরীর বিপরীতে থাকছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

Leave A Reply

Your email address will not be published.