চলতি বছর প্রায় পুরোটাই নিজের প্রেম নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী অনন্যা পালে। মাঝে দু-একটি সিনেমার খবরে এলেও সেটা প্রেমের খবরের ভিড়ে চাপা পড়েছে। বলিউডের সর্বত্রই তাদের প্রেমের গুঞ্জন। সেই জল্পনা একাধিকবার উস্কে দিয়েছেন তারা নিজেরাই। জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রের ফ্যাশন শোয়ে একসঙ্গে রেম্প মাতিয়েছিলেন আদিত্য-অনন্যা। তখনই দর্শক-অনুরাগীদের নজরে পড়েছিল তাদের সম্পর্কের রসায়ন।
তার মাসখানেক পরে বিদেশের মাটিতেও ধরা পড়েছিল তাদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচে-কানাচে একে অপরের সঙ্গে সময় কাটিয়েছিলেন তারা। দেশে ফিরেও নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক এখন বেশ কমই দেখাচ্ছেন এই জুটি। একসঙ্গে ডেটে যাওয়া থেকে শুরু করে ছুটি কাটাতে যাওয়া, কোনোকিছুতেই ‘না’ নেই চর্চিত যুগলের।
যদিও জনসমক্ষে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তারা। তবে এবার সেই অপেক্ষার পালাও শেষ হতে যাচ্ছে। শিগগিরই তারা নিজেদের সম্পর্কে সিলমোহর দিতে যাচ্ছেন।—এমনটাই প্রকাশ করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। তারা দাবি করেছে, করণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজনের আড্ডা থেকে আদিত্য ও অনন্যার সম্পর্কের সূত্রপাত। সেখানেই আদিত্যের প্রতি নিজের ভালোলাগার কথা স্বীকার করেছিলেন অনন্যা। তারপর থেকেই নাকি প্রেম করছেন আদিত্য-অনন্যা।
গণমাধ্যমগুলো আরও প্রকাশ করেছে, টকশোটির অষ্টম সিজনে আবারও একসঙ্গে হাজির হবেন অনন্যা-আদিত্য। আর সেখানেই আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেম এবং গাঁটছাড়া বাঁধার ঘোষণা দেবেন তারা। যদিও ঠিক কোন পর্বে দেখা যেতে চলেছে আদিত্য ও অনন্যাকে, তা এখনও জানা যায়নি।