The news is by your side.

যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা করবে, মামলা মাত্র শুরু : স্বরাষ্ট্রমন্ত্রী

0 89

রাজধানীতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা সমাবেশের দিন সংঘটিত সহিংসতায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পল্টন থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মামলা মাত্র শুরু হয়েছে। আরও মামলা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই মামলা করবে। কত জন গ্রেফতার হয়েছে, সেটা এখনই বলতে পারছিনা। পরে জানাবো।‘

রবিবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শনিবার বিএনপির সমাবেশে সহিংসতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সমাবেশের জন্য ১০ লাখ মানুষকে ঢাকায় আসার নির্দেশ দিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে সেটার নিষেধ ছিল, তারা শোনেনি সেসব কথা। তারা পুলিশ কমিশনারকে জানিয়েছিলেন— সহিংসতা করবে না এটা । কিন্তু খুবই দুঃখের বিষয় তাদের লোকজন নিরীহ মানুষের উপর মারমুখী হয়েছে, পুলিশের উপর চড়াও হয়েছে।’

প্রধান বিচারপতির বাসায় গেট ভেঙে ঢুকে যাওয়া নজিরবিহীন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রথম থেকেই পুলিশ ধৈর্যের সঙ্গে সব মোকাবিলা করেছে। বিএনপির নেতাকর্মীরা ভাংচুর করেছে, অগ্নিসংযোগ করেছে পুরো এলাকায়। তারা পকেটে করে ইট-পাটকেল নিয়ে এসেছিল; যা গুলতির মতো করে ছুড়েছে। পুলিশ সেগুলো বাঁধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের উপর আঘাত করেছে; যা বর্বরোচিত হামলা।’

আসাদুজ্জামান খান কামাল অভিযোগ করেন, ‘ক্ষতিগ্রস্ত হলো দেশের মানুষ, মারা গেলো পুলিশ। এখন আবার তারাই উল্টো হরতাল ডেকেছে। প্রতিবাদ করার কথা আমাদের, তারা এখন উল্টো প্রতিবাদ করছেন।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে, এতে মামলাতো হবেই। যারা গাড়ি পুড়িয়েছেন তাদের নামে মামলা হবে। পুলিশ হাসপাতালে হামলার জন্য মামলা হবে। পুলিশকে পিটিয়ে মেরেছে সেটার জন্য মামলা হবে।’

Leave A Reply

Your email address will not be published.