জামায়াতের নেতাকর্মীরা শনিবার সকাল থেকে অবস্থান নিয়েছিলেন আরামবাগে। সেখানে তাদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল পুলিশ। দলটির নেতাকর্মীরা শাপলা চত্বরে যেতে চাইলেও পুলিশ তাদের অনুমতি দেয়নি।
সকাল থেকে আরামবাগের কালভার্ট মোডে ৫ শতাধিক জামায়াত নেতাকর্মীর অবস্থান ছিল। দুপুর ১২টা ৫০ মিনিটে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে নটরডেট কলেজের গেট দিয়ে মতিঝিলের দিকে যাওয়ার চেষ্টা করে। নটরডেট কলেজ, আরামবাগ ও আশেপাশের এলাকায় অবস্থান করছিল জামায়াতের নেতাকর্মীরা। আর পুলিশের অবস্থান ছিল নটরডেম কলেজ গেট, কালভার্ট বক্স মোড ও শাপলা চত্বরে।
এরমধ্যেই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জামায়াতের একদল নেতাকর্মী পুলিশ ব্যারিকেডের পেছন দিক থেকে শাপলা চত্বরে ঢুকে পড়েন।
দুপুর সাড়ে ১২টার পর মতিঝিল থেকে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী আরামবাগে সমাবেশে যোগ দেন পুলিশের ব্যারিকেড ভেঙে।
অন্যদিকে আরামবাগ স্কুলের সামনে দিয়ে মতিঝিল শাপলা চত্বরে ঢুকে পড়েন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। দুদিক থেকে পুরো শাপলা চত্বর দখলে নেন জামায়াতের কর্মীরা।