The news is by your side.

ভারতে ৮ লাখ মানুষ পরকীয়ায় জড়িত!

0 673

 

 

অন্তত লাখ মানুষ ভারতে পরকীয়ায় জড়িত দেশটির বিবাহিত পুরুষ মহিলাদের মধ্যে সম্প্রতি একটি অনলাইন ডেটিং এবং সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস অ্যাপ সমীক্ষা চালিয়েছে সেখানেই এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় বলা হয়েছে, ভারতের ৮ লক্ষ মানুষ যে পরকীয়া সম্পর্কে জড়িত তাদের এই তালিকায় শীর্ষে রয়েছে বেঙ্গালুরু, মুম্বাই এবং কলকাতা।

যায়, ডেটিং অ্যাপ এর মাধ্যমে পরকীয়ায় শীর্ষে আছেন বেঙ্গালুরুর পুরুষরা। সমীক্ষায় আরও বলা হয়েছে, পরকীয়ায় মেয়েদের তুলনায় পুরুষদের সংখ্যা বেশি।

বেঙ্গালুরুর পাশাপাশি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই এবং কলকাতার পুরুষেরা, তারপরেই আছে দিল্লী, এরপর হায়দ্রাবাদ।

এছাড়া মেয়েদের দিক দিয়ে তালিকায় এগিয়ে আছে বেঙ্গালুরু, তারপর যথাক্রমে মুম্বাই এবং চেন্নাই। পাসাপাশি তালিকায় কলকাতা শহরও রয়েছে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে পরকীয়া আইনসিদ্ধ করে দেওয়ার পর থেকেই যেন গ্রিন সিগনাল পেয়েছেন কিছু মানুষ।

 

 

Leave A Reply

Your email address will not be published.