The news is by your side.

ইহুদিদের সমর্থনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে জার্মানি

0 105

খুব শিগগিরই ইহুদিদের সমর্থনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে জার্মানি। দেশটির পার্লামেন্ট এ সংক্রান্ত একটি আইন পাস করবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েসার।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, “নাগরিকত্ব প্রদান সংক্রান্ত নতুন একটি আইন বুন্দেস্টাগে (জার্মানির পার্লামেন্ট) প্রক্রিয়াধীন রয়েছে। সেটি পাস হলে কোনো ইহুদি-বিদ্বেষীকে জার্মানির নাগরিকত্ব দেওয়া হবে না। এমনকি যেসব অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, তাও বাতিল করা হবে।”

ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে মুসলিমদের মধ্যে। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতে বসবাসকারী মুসলিমদের একাংশও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করছেন। সেসব সমাবেশে প্রকাশ্যে হামাসের ৭ অক্টোবরের হামলাকে সমর্থনও জানানো হয়েছে।

গত শুক্রবার জার্মানির হামাস সমর্থকদের সে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ন্যান্সি ফায়েসার। সেদিন জার্মান পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেশের নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি বলেছিলেন, “হামাসের সমর্থকদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষমতা যদি আমাদের থাকে, তাহলে আমরা অবশ্যই তার প্রয়োগ করবো।”

বৃহস্পতিবারের বিবৃতিতে জার্মানির হামাস সমর্থকদের সতর্কবার্তা দিয়ে মন্ত্রী আরো বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর নজর রাখছে এবং যদি কোনো অ্যাকাউন্ট থেকে হামাসের ‘প্রোপাগান্ডা’ চালানো হয়, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট পরিচালনাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: রয়টার্স

Leave A Reply

Your email address will not be published.