The news is by your side.

আওয়ামী লীগের কাছে বায়তুল মোকাররমের বিকল্প ভেন্যুর নাম চেয়েছে ডিএমপি

0 123

 

সমাবেশের জন্য আওয়ামী লীগের কাছে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের বিকল্প ভেন্যুর নাম চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার পাঠানো এক চিঠিতে এমনই আরও ৭ তথ্য জানতে চায় ডিএমপি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন। তিনি বলেন, আমরা আরও দুটি ভেন্যুর নাম কোথায় দেবো সেটা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আজকেই তাদের (পুলিশ) চিঠির জবাব দেওয়া হবে।

২০ অক্টোবর সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন সংগঠনের দপ্তর সম্পাদক। সমাবেশের অনুমতির আবেদনের জবাবে পাল্টা চিঠি দেয় পুলিশ।

চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ বিভিন্ন তথ্য চেয়েছে পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চেয়েছে।

Leave A Reply

Your email address will not be published.