The news is by your side.

যুক্তরাষ্ট্রের লিউসটনে বন্দুকধারীর গুলিতে নিহত ২২

0 81

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউসটন এলাকায় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। খবর: এপি ও রয়টার্স

কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন ৫০-৬০ জন। তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন। যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে খুঁজছে পুলিশ।

লিউসটন পুলিশ জানিয়েছে, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এই হামলা হয়েছে। বন্দুক হামলার ঘটনায় জড়িত একজনকে চিহ্নিত করেছে পুলিশ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ঘটনা জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে খোঁজখবর রাখছেন বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন।

অ্যানড্রোস্কোগিন কাউন্টির শেরিফের কার্যালয় সন্দেহভাজন দুজন হামলাকারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। কাউন্টির শেরিফ হামলাকারীকে শনাক্ত করতে জনগণের সহায়তা চেয়েছেন। ছবিতে দেখা গেছে, ওই হামলাকারীর দাড়ি রয়েছে। তিনি ফুলহাতা শার্ট ও জিনস পরে আছেন। রাইফেল হাতে তিনি গুলি করার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

 

Leave A Reply

Your email address will not be published.