পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় দারুণ এক জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নাহিদা আক্তারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
দলের হয়ে সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলেন অধিনায়ক বিসমাহ মারুফ। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩.৪ ওভারে ৮ রানে ৫ উইকেট নেন।
৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা ও মুরশেদা খাতুনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ বল আগেই ৫ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ।
দলের জয়ে ২৮ বলে ২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানান। ৪০ বলে ২৩ রান করেন মুর্শিদা খাতুন। ২৫ বলে ১৬ রান করেন সোবহানা মোস্তারি।