The news is by your side.

একবাক্যে বুবলীকে ঘৃণা করি আমি : অপু বিশ্বাস

0 120

ঢালিউডের জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিজীবনে তারা দুজনেই সুপারস্টার শাকিব খানের সন্তানের মা। শাকিবের সঙ্গে অপু-বুবলির কারোরই সংসার না টিকলেও বিভিন্ন সময় তারা নানা বিষয়ে শাকিবকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একে অপরকে নিয়ে মন্তব্য করতেও ছাড়েন না। এবার এরই প্রমাণ পাওয়া গেল বুবলীকে নিয়ে অপুর এক মন্তব্যে। যেখানে বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।

সংবাদ মাধ্যম অনুযায়ী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে আলাপচারিতার ফাঁকে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস এক বাক্যে বলেন, তাকে ঘৃণা করি আমি।

এসময় অপু বলেন, ‘আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে হেট বললে আরও স্মার্ট হয়।’

তিনি আরও বলেন, ‘তার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার করে না। তাকে আমি ঘৃণা করি।’

বর্তমানে অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর একই স্কুলে পড়ালেখা করেন। মাঝে মধ্যেই ছেলে জয়কে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। স্কুলে বুবলী বা বীরের সঙ্গে কখনও দেখা হয় কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি হয়নি।

অপু বিশ্বাস আরও বলেন, জয়ের মতো যারা আছে তারা সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। তাকে পছন্দ করি আমি। কাছ থেকে দেখেছিও। সে খুবই কিউট, মাশআল্লাহ। আমি মন থেকে দোয়া করি তাকে।

 

Leave A Reply

Your email address will not be published.