সেমিফাইনালে চোখ রেখে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে। শেষ চার ম্যাচে পরাজিত হওয়ায় সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে।
বিশ্বকাপে দল হয়ে বাংলাদেশ ভালো করতে পারছে না। আইপিএলের সুবাদে ভারতের চেনা উইকেট-কন্ডিশনে অধিনায়ক সাকিব আল হাসানও ভালো ক্রিকেট দেখাতে পারছেন না ।
সেজন্য মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে ঢাকা ফিরে এসেছেন তিনি। বুধ, বৃহস্পতি ও শুক্র এই তিনদিন ঢাকায় অনুশীলন করে ফিরবেন দলের ক্যাম্পে।বাংলাদেশ আগামী ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে। ঢাকা টু কলকাতা দূরত্ব বেশি নয়। ভ্রমণ ক্লান্তিও তাই বেশি হবে না। ২৮ অক্টোবর বাংলাদেশ ডাচদের মুখোমুখি হবে।