আলোচিত অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তারকাদের নিয়ে বিভিন্ন সময়েই নানা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এমনকি অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও মন্তব্য করতে দেখা গেছে জয়কে। এসব নিয়ে বরাবরই আলোচনা-সমালোচনার সৃষ্টি করেন তিনি। এই তারকাকে নিয়েই সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে হাজির হয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। যেখানে জয়কে সতর্ক করে কিছু বার্তা দিয়েছেন তিনি।
অপু বিশ্বাস বলেন, জয় ভাই, শোবিজ অঙ্গনকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে। উনি কোনো স্পন্সারশিপ নিয়েছে, তাদেরকে বা একজনকে খুশি করতে এই কাজটা করছে। সবকিছুরই একটি নিয়ম আছে। উনি (জয়) জোরজবরদস্তি করেন। মাঝে মাঝে কিছু বিষয় থাকে যা বলা যায় না, কিন্তু তিনি সেখানেও জোর করেন। এটা তার একটা বদঅভ্যাস।
অভিনেত্রী বলেন, ‘আপনার ব্যক্তিগত বিষয়েও আমি সবকিছু জানি। ফাঁস করে দেব সব? কাগজপত্রও আছে আমার কাছে।’
বর্তমানে উপস্থাপক হিসেবেই আলোচিত শাহরিয়ার নাজিম জয়। উপস্থাপনায় প্রায় সাত বছর কাটিয়ে দিয়েছেন তিনি। জানা যায়, উপস্থাপনাটা ফাজলামি করেই শুরু করেছিলেন। তবে কোন নিয়ম মেনে শুরু করা হয়নি বলেও জানা গেছে।