The news is by your side.

‘টাইগার-৩’ : ক্যাটরিনাতেই মুগ্ধ সালমান

মুক্তি পেতে যাচ্ছে  ‘টাইগার-৩’ ছবির  গান ‘লেকে প্রভু কা নাম’

0 143

 

সালমান খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। অভিনয়ের বাইরেও প্রেমিক জুটি হিসেবেও দীর্ঘদিন ছিলেন দর্শক আলোচনায়। চার বছরের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও একসঙ্গে কাজ করা নিয়ে আপত্তি করেননি কেউ। দিয়েছেন পেশাদারিত্বের পরিচয়।

ক্যাটরিনাকে নিয়ে সালমানের মুখে প্রশংসাসূচক কোনো কথা সেভাবে শোনা যায়নি। কিন্তু এবার সালমান আর মনের কথা চেপে রাখতে পারলেন না। প্রশংসায় ভাসিয়ে দিলেন ক্যাটরিনাকে। যাঁর সঙ্গে আবার জুটি বেঁধেছেন ‘টাইগার’ ফ্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে।

আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল আলোচিত ‘টাইগার-৩’ ছবির প্রথম গান ‘লেকে প্রভু কা নাম’। এ গানেই টাইগার ও জোয়ার [সালমান খান এবং ক্যাটরিনা অভিনীত চরিত্রের নাম] রসায়ন আরও একবার জীবন্ত  হতে চলেছে। যদিও গানের এক ঝলক প্রকাশ্যে এসে গেছে ইতোমধ্যেই। এবার এই গানে ক্যাটরিনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কতটা মধুর, সেটাই লিখে জানালেন সালমান।

ক্যাটরিনার উদ্দেশে তিনি লিখেছেন– ‘ক্যাট, এই গানে তুমি সবাইকে ছাপিয়ে গিয়েছো। তোমার সঙ্গে নাচতে সব সময় ভালো লাগে।’

এই দুটি বাক্যেই অভিনেতা বুঝিয়ে দিয়েছেন, সহশিল্পীর পারফরম্যান্সে তিনি কতটা মুগ্ধ। সাবেক প্রেমিকাকে নিয়ে এমন কথা লেখা হলেও তা প্রেমের গুঞ্জনে রূপান্তরিত হয়নি। কারণ একটাই– সামলমান এখনও চিরকুমার থাকলেও ক্যাটরিনা অন্যের ঘরনি। বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অনেকদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী। মন দিয়ে সংসার সামলাচ্ছেন।

মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, এই তারকা দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। তবে এই গুঞ্জন যে ভিত্তিহীন তা সরাসরি জানিয়ে দিয়েছেন ক্যাটরিনা ও ভিকি কৌশল দু’জনেই। এদিকে সালমান-ক্যাটরিনার ‘টাইগার-৩’ ছবি নিয়ে চলছে আলোচনার ঝড়।

প্রথম দুই কিস্তির রেকর্ড ভাঙবে ‘টাইগার’ ফ্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি। তিন বিলিয়ন বাজেটের এই ছবিটি পরিচালনা করেছেন মনীষ শর্মা। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন– ইমরান হাসমি, রিধি ডোগরা, রেবাতি, কুমুদ মিশ্র, রণবীর শোরে প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.