চলমান দুর্গাপূজার শেষ পর্ব অর্থাৎ প্রতিমা বিসর্জনে বিশেষ নিরাপত্তা দেবে র্যাব। এ তথ্য জানিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন বলেছে, ‘বিশেষ নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সবকিছু করা হবে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে র্যাব।’
আজ দুপুরে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়মিত পরিদর্শন গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মঈন বলেন, ‘প্রতিটি বিসর্জনসহ পূজা চলাকালে সারা দেশে স্পেশাল নিরাপত্তা প্রয়োজন হলে র্যাব দেবে।’
তিনি বলেন, ‘গত ১৬ অক্টোবর থেকে র্যাব বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে ৪ হাজারের বেশি সদস্য সাদা পোশাক ও ইউনিফর্মে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। র্যাবের স্পেশাল বাহিনী, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।’