বর্তমান নির্বাচনী পরিবেশ ও ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ অক্টোবর আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে এবং আগামী ১ নভেম্বর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর এবং বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আয়োজিত এসব বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনার উপস্থিত থাকবেন। রোববার ইসি সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
৩০ অক্টোবরের বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার, পুলিশপ্রধান, র্যাব, বিজিবি, আনসারসহ অন্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, স্থানীয় সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, বিটিভি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, ঢাকা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালকসহ অন্যদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।
ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতি হিসেবে সিংহভাগ কার্যক্রম সম্পন্ন করেছে ইসি। স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট বাক্সের সিল, স্ট্যাম্প প্যাড, অমোচনীয় কালি মার্কার, অফিসিয়াল সিল এবং সিল চিহ্নিতকরণের মতো নির্বাচনী উপকরণ সংগ্রহ চলতি মাস থেকে নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি। ১ নভেম্বর থেকে শুরু হবে ৯০ দিনের ক্ষণগণনা।