The news is by your side.

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪ হাজার ৩৮৫ জন

0 167

হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা স্ট্রিপে এখন পর্যন্ত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৭৫৬ শিশু এবং ৯৬৭ জন নারী রয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৩ হাজার ৫৬১ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের দেশে নিহত মানুষের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় নিহতদের ৭০ শতাংশই শিশু এবং নারী। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

হামাস-ইসরায়েল এই সংঘাতে উভয় পক্ষেই মৃতের সংখ্যা বাড়ছে। মর্গে বাড়ছে মৃতের স্তূপ আর দুই দেশের বাতাস ভারী হচ্ছে স্বজনদের আর্তনাদে।

 

Leave A Reply

Your email address will not be published.