ফিলিস্তিনের দক্ষিণ গাজায় মঙ্গলবার রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বহু মানুষ আহত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ অংশের একটি ভবনে ওই বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলার পর প্রাথমিকভাবে ২৫ জন এবং পরে ৫৪ জন নিহতের কথা বলা হয়। তবে পরে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় অবিরাম বোমা হামলার খবর পাওয়া গেছে।
গাজার একটি মেডিকেল সূত্র জানিয়েছে, রাফাহ ও খান ইউনিসের বাড়িগুলোতে চালানো বোমা হামলায় আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন।
এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতে গাজা উপত্যকায় হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করে ২০০টিরও বেশি বোমা ছুড়েছে।
গাজার উত্তরাঞ্চলেও ইসরায়েলের হামলার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় ভারী গোলাবর্ষণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা’র তথ্য মতে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০০ জন।
ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিকে হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে তিন হাজার।
গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে তারা ইসরাইলে ঢুকে আক্রমণ শুরু করে। হামাসের হামলায় ইসরাইলে প্রায় ১৪০০ জন নিহত হয়েছেন।
ওই হামলার পর পরই গাজায় পালটা বিমান হামলা শুরু করে ইসরাইল। হামাসকে নির্মূলের ঘোষণা দেয় ইসরাইলি সামরিক বাহিনী। গত শনিবার থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি বিমান হামলায় ২ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।