The news is by your side.

চোট নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামার প্রত্যাশা সাকিবের

0 215

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের দিন বড় দুশ্চিন্তা ভর করে বাংলাদেশ শিবিরে। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। টিভিতে দেখেই বোঝা যাচ্ছিল, অস্বস্তিতে ভুগছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষে তাই তাকে নেয়া হয় হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায় ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে পড়েন সাকিব।

নিউজিল্যান্ড ম্যাচের পর চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচে সাকিবের খেলা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

সোমবার পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ সুজন জানান, ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছে। কালকে হয়ত এটা দেখবে। চোট পাওয়ার পরেও ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিংও করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে খেলবে। সাকিব চাইছে খেলতে। আমরা চাই না (তাকে নিয়ে ঝুঁকি নিতে)। এটা ডিপেন্ড করে ওর শতভাগ ফিটনেসের ওপর।’

সাকিব নিজে খেলতে ইচ্ছুক বলেই জানালেন খালেদ মাহমুদ। এমনকি শতভাগ ফিট না হলেও তিনি যদি খেলার মতো অবস্থায় থাকেন, তাহলেও তাকে মাঠে নামানো হতে পারে। সুজন বলেন, ‘যেহেতু টিয়ারের ব্যাপার, ব্যথা থাকতেই পারে। মাসলে যেহেতু চোট পেয়েছে, টিয়ার থাকবেই। কতটা রিকভারি হয়েছে, এটা দেখতে হবে। এই ধরনের চোটে হাঁটলেও ব্যথা হয়। সাকিবের সেরকম কিছুই নেই। এজন্য আমরা আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে আমরা চাই না একটা ম্যাচ খেলে পুরো টুর্নামেন্ট মিস করুক। ডাক্তার-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার না এটা। আমরা চাই না যে এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। আমরা চাই যে সাকিব যদি চায় এবং ফিজিওদের মত থাকে তাহলে সে খেলবে। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয় তাহলে আমরা খেলব।’

Leave A Reply

Your email address will not be published.