মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং বিরোধী নেতা ইয়ার ল্যাপিদের সঙ্গে দেখা করবেন বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
দেশটিতে সফরকালে ব্লিঙ্কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গেও দেখা করবেন।
৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল একটি জরুরি সরকার ও যুদ্ধ ব্যবস্থাপনা মন্ত্রিসভা গঠন করে। কিন্তু জরুরি সরকারে যোগ দেননি ল্যাপিদ। তার জন্য যুদ্ধ মন্ত্রিসভায় একটি পদ খালি রাখা হয়েছিল। কিন্তু তিনি বলেছেন, যদি জরুরি সরকারে উগ্র-ডানপন্থী ধর্মীয় ইহুদিবাদ এবং ওৎজমা ইহুদি দলগুলো অন্তর্ভুক্ত থাকে তবে তিনি এই সরকারে যোগ দিবেন না।