The news is by your side.

চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান : ডিএমপি কমিশনার

0 115

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে, চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে। আজ রবিবার মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে বিশেষ রোলকলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব’। আমরা ডিসিপ্লিন ফোর্স।

আমাদের কাজেকর্মে ডিসিপ্লিন রাখতে চাই। পোশাক-পরিচ্ছদের পাশাপাশি আমাদের মনমানসিকতাও পরিচ্ছন্ন রাখব। আমরা মানুষের ভালো করার জন্য পুলিশের চাকরিতে এসেছি। নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না।সুতরাং নিজে আগে ভালো থাকতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার প্রত্যাশা, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগ পাওয়া যাবে না। মনে রাখতে হবে, অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

ডিএমপি কমিশনার আরো বলেন, ‘সারা দেশে ডেঙ্গু রোগের প্রকোপ চলছে।

সেটি ঢাকায় বেশি। আমাদের অনেক পুলিশ সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে পুলিশ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখেছি চিকিৎসাধীন ৮০ ভাগই ডেঙ্গু রোগী। ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সহসা ডেঙ্গু শেষ হবে না।

এর থেকে বাঁচতে নিজেদের সচেতন হওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই।’

তিনি বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে। মানসিকভাবে প্রফুল্ল ­থাকতে ও শারীরিকভাবে ফিট থাকতে ডিউটির ফাঁকে ফাঁকে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাশাপাশি অতিরিক্ত ডিউটির চাপ থেকে ফোর্সের মনোবল চাঙ্গা রাখতে সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য নির্দেশ দেন তিনি।

বিশেষ রোলকলে পিওএম বিভাগের সদস্যরা তাঁদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। কমিশনার সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন এবং কিছু বিষয়ে করণীয় সম্পর্কে দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেন। রোলকল শেষে পুলিশ লাইন্সের ব্যারাক, মেস ও রান্নাঘর পরিদর্শন করেন এবং খাবারের মান বৃদ্ধিতে দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.