সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। অন্যদিকে এসেছে নবরাত্রিও। উৎসবের এই আবহে সামনে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন প্রতিভা। প্রকাশ পেল তার লেখা গান ‘গড়বো’ । এই গানে কণ্ঠ দিয়েছেন ধ্বনি ভানুশালী।
আগে মাঝেমধ্যেই কবিতা লিখেতেন ভারতের এই প্রধানমন্ত্রী। রয়েছে তাঁর লেখা বেশ কিছু গান ও। আর ‘গড়বো’ গানটিও তিনি লিখেছেন বেশ কয়েকবছর আগে। তখন সেভাবে সামনে না এলেও এবার নবরাত্রি উপলক্ষ্যে নতুন করে আয়োজন করা হয়েছে গানটি। গতকাল ইউটিউব চ্যানেল জাস্ট মিউজিক-এ প্রকাশিত হয় ‘গরবো’। এরপরই গানটি শুনতে হুমড়ি খেয়ে পরে নেটনাগরিকরা। একদিনেই গানটির ভিউ প্রায় ২৮ লাখ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী নিজেই জানান প্রথম লেখা গান প্রকাশের কথা। তিনি লেখেন, ‘এই গান আমি বেশ কিছু বছর আগে লিখেছিলাম। নিঃসন্দেহে এটি অনেক স্মৃতি ফিরিয়ে আনে। এরপর বহু বছর আর কিছু লিখিনি আমি। কিন্তু গত কয়েকদিনে একটা নতুন গরবা লিখে উঠতে পেরেছি।’
গানটি মূলত গারবা ঘরানার। এটি গুজরাটের ঐতিহ্যবাহী একটি নাচের নাম। ভিডিওতে উৎসবের আমেজ বাড়িয়ে দিতে ঐতিহ্য আর নৃত্যের আশ্রয় নিয়েছেন সংশ্লিষ্টরা। গানের কথায়ও উৎসব ও নবরাত্রির মহাত্ম ফুটে উঠেছে। গানটির সংগীত পরিচালনা করেছেন তনিষ্ক বাগচী।