The news is by your side.

ইসরায়েলকে ইচ্ছেমতো অস্ত্র ব্যবহারের অনুমতি প্রদাণ করেছে যুক্তরাষ্ট্র

0 183

ইসরায়েলে পাঠানো অস্ত্র ‘ইচ্ছেমতো ও যেভাবে খুশি সেভাবে ব্যবহারের’ অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, মার্কিনিদের পাঠানো অস্ত্র ব্যবহারে তারা ইসরায়েলকে কোনো শর্ত দেননি।

এ ব্যাপারে অস্টিন বলেছেন, ‘শর্তের ক্ষেত্রে— আমরা ইসরায়েলে যেসব সামরিক সহায়তা পাঠাচ্ছি সেগুলো ব্যবহারের ক্ষেত্রে যে শর্ত আরোপ করতাম, কিন্তু আমরা এসব অস্ত্রের ক্ষেত্রে কোনো শর্ত দেইনি।’

তিনি আরও বলেছেন, ‘এটি (ইসরায়েলি বাহিনী) একটি পেশাদার সেনাবাহিনী। যেটি পরিচালিত হয় পেশাদার নেতৃবিন্দের মাধ্যমে, এবং আমরা আশা করি এবং প্রত্যাশা করি— তারা এক্ষেত্রে যেটি সঠিক সেটি করবে।’

এদিকে এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা অবরুদ্ধ গাজার উপর যে সর্বাত্মক অবরোধ আরোপ করেছে— সেটি তুলে নেওয়া হবে না— যতক্ষণ হামাস তাদের কাছে থাকা বন্দিদের ছেড়ে না দিচ্ছে।

 

Leave A Reply

Your email address will not be published.