ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা কোনো বিষয়ে মধ্যস্থতা করতে আসেনি। তারা বাংলাদেশে একটা ভালো নির্বাচন দেখতে চায়। আমরাও বলেছি, অবধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।
সোমবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে অবধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার, সে বিষয়ে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে কথা বয়েছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন প্রতিনিধিদলকে আওয়ামী লীগের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়েও কথা হয়েছে।
বিস্তারিত আসছে…