The news is by your side.

বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে এ দেশের ভবিষ্যৎ: চীনা রাষ্ট্রদূত

0 201

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেবল এ দেশের জনগণই নির্ধারণ করবে। যাতে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়ন করতে পারে।

রোববার  সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ভালো করবে এবং চীন-বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়গুলো বাংলাদেশই দেখুক। যাতে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়ন করতে পারে।

বাংলাদেশ-চায়না সম্পর্ক আরও গভীর হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল ও মানুষের সমর্থন দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।

বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরাম আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.