বলিউডে এখন আলোচিত ইস্যু মহাদেব ব্যাটিং অ্যাপ। এই অ্যাপের সঙ্গে জড়িত সন্দেহে ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ইডি) দফতরে হাজির হতে হচ্ছে বলিউডের অনেক তারকাকে। এদের মধ্যে রয়েছে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানের মতো তারকারা। খবর হিন্দুস্তান টাইমসের।
এ প্রসঙ্গে এবার কথা বললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তিনি জানান, তাকেও কোটি টাকার প্রস্তাব দিয়েছিল এই অ্যাপ কতৃপক্ষ। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘এক বছরে ছয়বারের বেশি প্রস্তাব নিয়ে এসেছিলেন তারা। প্রতিবারই কয়েক কোটি রুপি বাড়িয়ে আমাকে কিনে নেয়ার চেষ্টা করেছেন তারা। আমি প্রতিবারই না বলেছিল। সততা ও বিবেক থাকা জরুরী।’
শুধু নিজের কথা বলে ক্ষান্ত হননি এই ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী। অন্যান্য বলি তারকাদের হুশিয়ার করলেন তিনি। বললেন, ‘এটা নতুন ভারত, শুধরে যান নাহলে শুধরে দেয়া হবে।’
মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। গড়াপেটার তদন্তে নেমে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ‘মহাদেব অনলাইন বেটিং’ অ্যাপের মালিক সৌরভ চন্দ্রাকর। এই অ্যাপের সাফল্য পার্টিতে যারা যোগ দিয়েছেন অনেক বলিউড তারকা। তাই ইডি খতিয়ে দেখতে চায় এই অ্যাপের সঙ্গে তাদের সম্পর্ক।