দুই দিন আগে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের যাত্রা শুরু হলো আজ। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট-বলে দাপট দেখিয়ে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। লাল-সবুজ বাহিনীর প্রথম জয়ে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
এদিন বাংলাদেশ টসে জিতলেও তারা আফগানিস্তানকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায়। দারুণ বোলিংয়ে আফগানদের ১৫৬ রানে বেঁধে ফেলেন সাকিব-মিরাজরা।
বল হাতে অবদান ছিল মেহেদী হাসান মিরাজের। ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও জয়ের মঞ্চটা গড়েন এই অফস্পিনিং অলরাউন্ডার। ১৫৭ রানের লক্ষ্যে ২৭ রানে দুই উইকেট হারানোর পর বাংলাদেশকে জয়ের পথ দেখিয়েছে তার ব্যাটিং। শান্তকে নিয়ে উপহার দিয়েছেন ৯৭ রানের দুর্দান্ত জুটি। তাতে ভাগ্যের ছোঁয়া ছিল যদিও। মিরাজ দুবার জীবন পেয়েছেন। শেষ অবধি মিরাজ আউট হন ৫৭ রানে।
ততক্ষণে অবশ্য দল জয়ের প্রান্তে। ৩ উইকেটে ১২৪। মাঝে সাকিব আউট হলেও মুশফিককে সঙ্গে নিয়ে ম্যাচ জিতেছেন শান্ত। ৮৩ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি।