The news is by your side.

শেবাচিমে একসঙ্গে চার সন্তানের জন্ম

0 259

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে  একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের মুক্তা আক্তার পুতুল (২৪) নামে এক গৃহবধু।

চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। তাদের নাম রাখা হয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা।

প্রসূতি মা সুস্থ থাকলেও  সন্তানদের স্বাভাবিক ওজনের চেয়ে কম থাকায় তারা শঙ্কামুক্ত নয় বলে  জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শহিন।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার শুক্রবার সকাল ৭টায় প্রসব বেদনা নিয়ে শেবাচিম হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা ও বাহরাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী পুতুল৷

দুপুর ২ টার দিকে বরিশাল শের- ই – বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চার সন্তান প্রসব করেন।

তবে চারটি বাচ্চারই ওজন অনেক কম।  ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা কারোরই নেই।

চারটি শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে।

শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব জানান,

শিশুদের শারীরিক গঠন ও বাহ্যিক সবকিছু স্বাভাবিক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.